১. বিসমিল্লাহ বলে ঘর-বাড়িতে প্রবেশ করা।
২. বিসমিল্লাহ বলে দরজা-জানালা লাগানো।
৩. খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা।

বাড়ি থেকে বের হওয়ার সময় পড়া

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

টয়লেটে প্রবেশের পূর্বে পড়া

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبْثِ وَالْخَبَائِثِ

টয়লেট থেকে বের হওয়ার পর

غُفْرَانَكَ الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ

বিয়ের প্রথম রাতে স্ত্রীর মাথায় হাত রেখে পড়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

এরপর বরকতের জন্য দোয়া করা।

স্ত্রী সহবাসের পূর্বে দোয়া পড়া

بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

নতুন কোন জায়গায় গেলে অথবা গা ছামছমে জায়গায় হাঁটলে পড়া

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

একাকী কোন সময়ে অস্বস্তি লাগলে বা অস্বাভাবিক অনুভূতি হলে

أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيْاطِيْنِ وَأَنْ يَّحْضُرُوْنِ

দৈনিক একবার হলেও মসজিদে প্রবেশের দোয়া পড়া

أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيْمِ